জাপানি ২ শিশু বাবা নাকি মায়ের কাছে থাকবে তা জানা যাবে আগামী ১৫ ডিসেম্বর। সেদিন এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে সেদিনই আদেশ দেওয়া হতে পারে বিষয়টি নিয়ে। এই তারিখ গতকালই ধার্য করেছিলেন আদালত।
এদিকে আজ সোমবার আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও ২ শিশুকে মায়ের জিম্মায় না দেওয়ায় বাবা ইমরান শরীফ গুরুতর আদালত অবমাননা করেছেন বলে জানান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। একই সঙ্গে ২ শিশুকে আজই মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বেলা ১১টার দিকে জাপানি দুই শিশুকে নিয়ে আপিল বিভাগে আসেন তাদের বাবা ইমরান শরীফ। এর আগে, জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।
২ শিশুকে রবিবার রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেওয়ার কথা থাকলেও দেননি বাবা শরীফ ইমরান। এ নির্দেশনা না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রবিবারই জানান এরিকোর আইনজীবী।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৫ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার সকালে ২ দিনের জন্য ২ শিশুকে মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেন। আদালত বলেন, ‘২ দিন শিশুরা মায়ের কাছে থাকবে।’ এরপর ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ঠিক করে দেন আদালত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ