উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। বাড়ছে অসহায় ও দুস্থ মানুষের কষ্টও। এমন সময়ে দিনাজপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
শুক্রবার বিকাল ৩টায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ৩০০ কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা এমনটাই জানালেন ৭০ বছরের কুমুদিনীসহ অনেকে। এ সময় সুইহারী খালপারা থেকে আসা কুমুদিনী আরও বলেন, এই শীতত মোর কম্বলটা পায়া খুব ভালো লাগিছে। বসুন্ধরার মালিক মেল্লাদিন বাঁচে থাকুক।
শহরতলীর ছোট গুড়গোলার শাহিন, কালাম, মিনা বেগম, উপশহরের সহিদাসহ কয়েকজন একই কথা বললেন।
কম্বল বিতরণকালে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান।
জেলা শুভসংঘের সভাপতি মো. রাসেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক মো. ফিরোজ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য তাকবীর হোসাইন মান্না ও শরীফ মাহ্দী আশরাফ জীবন প্রমুখ।
আগামীকাল শনিবার জেলার বোচাগঞ্জ, বীরগঞ্জসহ সকল উপজেলায় অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
দিনাজপুরে শুক্রবার ও শনিবারে মোট দুই হাজার কম্বল বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন