২২ জানুয়ারি, ২০২২ ১৯:৫৭

শপথ নিলেন মির্জাপুরের নবনির্বাচিত এমপি শুভ

নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন মির্জাপুরের নবনির্বাচিত এমপি শুভ

ড. শিরীন শারমিন চৌধুরী ও খান আহমেদ শুভ

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে বিজয়ী খান আহমেদ শুভ। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী এমপি হিসেবে শপথ বইয়ে স্বাক্ষর করেন  তিনি। 

শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

গত ১৬ জানুয়ারি এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে বিজয় লাভ করেন। 

উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে গত ১৬ নভেম্বর এই আসনের এমপি প্রবীণ পার্লামেন্টারিয়ান একাব্বর হোসেন-এর মৃত্যুতে আসনটি শূন্য ঘোঘণা করে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে খান আহমেদ শুভ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে পরাজিত করেন। তার নিকটতম জাপা প্রার্থী ১৬ হাজার ৭৭৩ ভোট পান। উপনির্বাচনে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এই আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩০ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৬ জানুয়ারি এই আসনে ভোট গ্রহণ করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর