নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের দলের বক্তব্য খুব পরিষ্কার। আমরা মনে করি এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সেটা সার্চ কমিটি হোক আর যেই হোক। এ সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাব না, এ নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সুতরাং এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না।
সার্চ কমিটি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। সুতরাং সার্চ কমিটিতে কে থাকলো আর কে থাকলো না সেটা বিষয় না। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী না। আমাদের কথা হলো যে এমন একটি সরকার ও প্রশাসনের অধীনে নির্বাচন হবে যে প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। যেটা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে হয়েছে।
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনতো ইলেকশন কমিশন করে না। নির্বাচন করে প্রশাসন। আর প্রশাসন থাকে সরকারের অধীনে। এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রমাণিত হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন