বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোয় টিকাদান কর্মসূচি আগামীকাল রবিবার থেকে শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক।
তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রবিবার সকাল ৯টায় মিরপুর আরজাবাদ মাদ্রাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। এটা শুধু ঢাকা নয়, সারাদেশের সকল কওমি মাদ্রাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।’
তিনি জানান, যেভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
এর আগে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদ্রাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়। সম্প্রতি এই উদ্যোগের কথা জানান কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ