আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সার্চ কমিটিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন সেটাই বিএনপির দেয়া নাম। বিএনপি সার্চ কমিটিতে দলীয়ভাবে নাম না দিলেও অন্যের মাধ্যমে ঠিকই নাম দিয়েছে বলে দাবি করেছেন হানিফ।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বিএনপি সকালে এক কথা বলে আর বিকালে এক কথা বলে মন্তব্য করে হানিফ আরও বলেন, আমরা তো জানতাম ডা. জাফরুল্লাহ খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন, সেই নামটা কি বিএনপির পক্ষ থেকে দেয়া হয় না? সেটাই কি বিএনপির নাম নয়?
এসময় বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম