এবারের অমর একুশে বইমেলায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। ২০২১ সালে মোট ৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ফলে গত বছরের তুলনায় এবার প্রায় ১৭ গুণ বেশি বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমি পরিচালক জালাল উদ্দিন আহমেদ।
আজ শেষদিন উপলক্ষে বাংলা একাডেমির পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১টায় খুলে যায় মেলার দ্বার। এরপর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সবাই ঘুরে দেখেছেন শেষদিনের মেলা। ফেরার পথে সঙ্গি করেছেন ব্যাগ ভর্তি নতুন বই।
উল্লেখ্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার দুই সপ্তাহ দেরিতে শুরু হয় অমর একুশে বইমেলা। ১৫ ফেব্রুয়ারি বিকেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলা প্রথমে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় ১৭ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। সময় বাড়ানোয় বিক্রিও হয়েছে বেশি।
বিডি-প্রতিদিন/শফিক