পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২ ও ৪ মের টিকিট বিক্রি শুরু হয়েছে।এ দু’দিনের টিকিট কাউন্টার ও অনলাইন থেকে পাওয়া যাচ্ছে।
রবিবার রাতেই ২ ও ৪ মের ট্রেনের টিকিট বিক্রি শুরু করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন জানান, ২ ও ৪ মের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছিল। ঈদ কবে হবে সেটি নির্ধারিত হওয়া মাত্রই এ দু’দিনের টিকিট একযোগে অনলাইনে ও কাউন্টারে বিক্রি শুরু হয়েছে।
ট্রেনের টিকিটের অনলাইন মাধ্যম সহজ এর পাবলিক রিলেশনস ম্যানেজার ফারহাত আহমেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আমরা অনলাইনে ২ এবং ৪ মের টিকিট বিক্রি শুরু করেছি। রাত ১০টা পর্যন্ত সারা বাংলাদেশ থেকে প্রায় ২২ হাজার টিকিট বিক্রি হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন