অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ডে পেয়েছে ভারতীয় তদন্ত সংস্থা ইডি।
নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপনে থাকা পিকে হালদারসহ গ্রেফতার ছয়জনের মধ্যে ‘তদন্তের স্বার্থে’ পাঁচজনকে পশ্চিমবঙ্গের একটি আদালত আগামী ১৭ মে মঙ্গলবার পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে।
উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট এবং বিদেশে পাচারের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার নামে পরিচিত প্রশান্ত কুমার হালদার গতকাল শনিবার ভারতে গ্রেফতার হন। গতকাল সকালে পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে ভারতে এ অভিযান চালানো হয়।