সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী আজ এক বিবৃতিতে এই কথা জানান।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার নানান শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। দুইদিন পূর্বে রাত ৩টায় পুনরায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সকল সু-ব্যবস্থা করার অনুরোধ করছি।
বিডি প্রতিদিন/আরাফাত