কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ইসি আলমগীল বলেন, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগের সত্যতা পেয়ে তাকে চিঠি দেয়া হয়েছিল।
উল্লেখ্য, গতকাল বুধবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট হয়েছে ইভিএমে। এতে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন নগরপিতা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত।
বিডি প্রতিদিন/আরাফাত