৩০ জুন, ২০২২ ১৯:৩৭

চাঁদ দেখা গেছে, ১০ জুলাই ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক

চাঁদ দেখা গেছে, ১০ জুলাই ঈদুল আজহা

প্রতীকী ছবি

আগামী ১০ জুলাই (রবিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে চাঁদ দেখার খবর ও পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এর আগে, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ নিশ্চিত করেন। জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এর ফলে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর