জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার গুলশানের ইমানুয়েল'স কনভেনশন সেন্টারে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপির পক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ'র তত্ত্বাবধায়নে দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় ওলামা পার্টির সাবেক সভাপতি ক্কারী হাবিবুল্লাহ বেলালী। এসময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার, সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, প্রফেসর দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, পারভীন শারমিন লিজা, হাসনা হেনা, মঞ্জুরুল হক সাচ্চা, এমএ আজাদ, জেসমিন নূর প্রিয়াঙ্কাসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।