মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী চাকরি রক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৫৫ দিন মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এরপরও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আশ্বাস না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কর্মচারীরা বলছেন, তারা আজ পরিচয়হীন হয়ে পড়েছেন।
বক্তারা বলেন, বৈরি আবহাওয়া প্রচণ্ড গরম কখন ও বৃষ্টি সব কিছু উপেক্ষা করে শুধু জীবন জীবিকার তাগিদে সমাজে একটু পরিচয় দেয়ার মত অবস্থার প্রয়োজনে, বৃদ্ধ পিতা মাতার সেবা করা, অবুঝ সন্তানদের মুখে খাবার তুলে দেয়া সন্তানদের ছোট ছোট আবদার রক্ষা করার নিশ্চয়তার জন্য টানা ৫৫ দিন অবস্থান চালিয়ে গেলেও সামান্য সহনুভূতিও অর্জন করতে পারেনি। অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে দীর্ঘ ৭ বছরের শ্রমের বিনিময়ে এ যেন এক অভিশপ্ত বঞ্চনা অথচ এই জনবলই মৎস্য সেক্টরকে নিয়ে গেছে এক সোনালী অধ্যায়ে যার ফলে মৎস্য উৎপাদনে আজ বাংলাদেশ সম্মানজনক সূচকে অবস্থান করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত