স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া এ পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ২১ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে।
আজ বুধবার বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর থেকে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় ১৭ মে থেকে বুধবার দুপুর পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়।
এর মধ্যে ৯৯ জন মারা গেছে পানিতে ডুবে। আর সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
বিড-প্রতিদিন/শফিক