ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় ভারতের নতুন রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
অভিনন্দন বার্তায় জি এম কাদের বলেন, ‘বন্ধুপ্রতিম ভারতের নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশটি উন্নয়ন ও অগ্রগতিতে আরও এগিয়ে যাবে। আশা করি, ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। বন্ধুপ্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষিত হবে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করে যাবে।
প্রসঙ্গত, ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী আদিবাসী সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার তিন দফায় ভোট গণনা শেষে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ৫০ শতাংশের বেশি ভোটমূল্য পেয়ে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ