নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগের ঘটনা সরেজমিনে তদন্ত করতে নড়াইলের উদ্দেশে রওয়ানা করেছে বিএনপি গঠিত তদন্তকারী দল।
তদন্ত দলের প্রধান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে শনিবার সকাল সাড়ে সাতটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা নড়াইলের উদ্দেশে যাত্রা করে।
সাত সদস্যের তদন্ত কমিটি নড়াইলের লোহগড়ার ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। বিকেলে তারা ঢাকায় ফিরবেন। পরে এই তদন্ত রিপোর্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
কমিটির সদস্যরা হলেন- অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অমলেন্দু দাস অপু ও নিপুন রায় চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে কটূক্তির জের ধরে সহিংসতার ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ লোকজন একপর্যায়ে পাঁচটি বাড়ি ও দিঘলিয়া বাজারের ছয়টি দোকান ভাংচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন