২ অক্টোবর, ২০২২ ১৭:২২

বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায়: রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায়: রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি নেতা সফিকুল ইসলামের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সন্ত্রাসী হামলার বিচার করতে হবে। কারণ, বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায়। তিনি বলেন, সফিকুল ইসলামের ওপর লোমহর্ষক হামলা মেনে নেয়া যায় না। এমন বর্বর হামলায় মানুষের মৃত্যু ঘটে, একটি পরিবার অসহায় হয়ে পড়ে। স্ত্রী-সন্তানের কান্নার রোল ওঠে। তাই হামলাকারীদের আইনের আওতায় আনতেই হবে। সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হওয়া পিরোজপুরের জাতীয় পার্টি নেতা সফিকুল ইসলামকে রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। 

এ সময় চিকিৎসাধীন সফিকুল ইসলামকে নগদ অর্থ সহায়তা দেন তিনি। পাশাপাশি চিকিৎসকদের সাথে সফিকুল ইসলামের চিকিৎসার খোঁজ নেন। এ সময় পার্টির মহাসচিব  মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর