৫ অক্টোবর, ২০২২ ২১:০৬

'ব্ল্যাকআউটের সম্ভাব্য উৎস ঘোড়াশাল'

অনলাইন ডেস্ক

'ব্ল্যাকআউটের সম্ভাব্য উৎস ঘোড়াশাল'

বিদ্যুৎহীন কয়েক ঘণ্টায় গতকাল রাজধানীজুড়ে অন্ধকার -বাংলাদেশ প্রতিদিন

ব্ল্যাকআউটের সম্ভাব্য উৎস জানিয়েছেন পাওয়ারসেলের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ হোসেন। তিনি বলেছেন, ব্ল্যাকআউটের সম্ভাব্য উৎস ঘোড়াশাল। বুধবার এ কথা জানিয়েছেন তিনি।

এর আগে গ্রিড বিপর্যয় কাটিয়ে সারাদেশে অনেকটাই স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। বুধবার পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াকুব ইলাহী চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১০টা থেকেই স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। রাতে সব এলাকায় বিদ্যুৎ দেয়া সম্ভব না হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এদিকে, দেশব্যাপী গ্রিড বিপর্য়ের কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার পর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর