বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ১২৮ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজারের উপরে। সরকারি হাসপাতালে রোগীর ঠাঁই হচ্ছে না। ডেঙ্গুর কারণ এডিস মশা নিধনে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কার্যকর ওষুধ স্প্রে করা হচ্ছে না।’
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদের ২০তম অধিবেশনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এর মূল কারণ এডিস মশা। ঢাকা শহরে এডিস মশা নিধনে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে বলে মনে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, এই এডিস মশা নিয়ন্ত্রণে আনতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’
তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে এদিস মশা নিধনে মন্ত্রণালয় থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে ওষুধ স্প্রে করা হচ্ছে তা কার্যকর না। এই মুহূর্তে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু থেকে মানুষকে রক্ষা করতে হবে। এর জন্য কার্যকর ওষুধ স্প্রে করার ব্যবস্থা করতে হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ