আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
একইভাবে আগামী ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ছাত্রলীগের সম্মেলন সম্ভাব্য ১০ তারিখ ধরা হয়েছিল। ওইদিন রাজধানীতে বিএনপি সমাবেশ করবে।
ধারণা করা হচ্ছে পাল্টাপাল্টি সমাবেশ না করতেই ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ