বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব হয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী।
বুধবার (১৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, ১৮ অক্টোবর ও ২৭ অক্টোবর বিএনপি’র চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পেশাজীবী নেতারা দুই দফা বৈঠকে মিলিত হয়। উক্ত সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেশাজীবী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বুধবার নতুন কমিটি অনুমোদন করেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে তাদের নির্বাচিত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। নেতৃদ্বয় একই সঙ্গে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত সকল পেশাজীবী সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে তারা সকল পেশাজীবীদের নিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদকে সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ডা. জাহিদ হোসেন এর আগে বিএসপিপির সদস্য সচিব ছিলেন। আর কাদের গণি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশে বর্তমান (ডিইউজে) সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ