অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পেয়েছেন স্টেশন অফিসার মো. রায়হান। চলতি বছর অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক পেলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এ তার কাজের স্বীকৃতি স্বরূপ ‘প্রেসিডেন্ট ফায়ার র্সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা)’ পদকে সম্মানিত করা হয়। বৃহস্পতিবার পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন তাকে রাষ্ট্রপতি পদক পরিয়ে দেন।
মো. রায়হান ২০১৮ সালে ৯ সেপ্টেম্বর ‘বাংলাদশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি নরসিংদী ফায়ার স্টেশনে স্টেশন অফিসার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা হিসেবে কাজ করছেন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামে তার বাড়ি। এলাকাবাসীর পক্ষে তিনি সফলতার উপহার বয়ে এনেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল