দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু চাকরির পেছনে না ঘুরে, নিজেরাই ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেরাই অন্যদের চাকরির সুযোগ করে দেন। নিজের মাস্টার নিজেই হন।
আজ রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোনসহ ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের কল্যাণে যত বেশি কাজ করবেন, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করবো কিন্তু এমন কিছু করবেন না যাতে মানুষ কষ্ট পায় বা মানুষের দুর্ভোগ পোহাতে হয়। কারণ সারা বিশ্বব্যাপী এখন খাদ্যের অভাব। এ জন্য আমরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, এখন হাওয়া ভবন নেই, কোন কাজ পেতে হলে এখানে সেখানে ছোটাছুটি করতে হয় না।
বিডি প্রতিদিন/আরাফাত