ভিয়েতনামের ক্ষমতাসীন দল ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান কমরেড ট্রু অং কোয়াং হোয়াই এর সাথে বৈঠক করেছেন এডভোকেট হাসান তারিক চৌধুরী।
শুক্রবার রাজধানী হ্যানয়ে সকাল ১১টায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ট্রু অং কোয়াং হোয়াই ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিভাগের হাসান তারিক চৌধুরী।
এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির পার্টির উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সিপিবি নেতা হাসান তারিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে সার্বিক সমর্থন দেয়ার জন্য ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় ট্রু অং কোয়াং হোয়াইও তাদের মুক্তি সংগ্রামের সমর্থন দেবার জন্য বাংলাদেশের জনগণ ও তৎকালীন সিপিবি নেতৃত্বকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ভিয়েতনামে মার্কিনের নাপাম বোমা হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকায় শহীদ মতিউল ইসলাম এবং মীর্জা কাদেরের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা।
এ সভায় এডভোকেট হাসান তারিক ভিয়েতনামের সাথে বাংলাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় দুই নেতা নিজ নিজ দেশের ও পার্টির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন।