কুমিল্লায় টাউনহল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পর্যবেক্ষণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টায় কুমিল্লা ক্লাবের ছাদ থেকে সমাবেশস্থল পর্যবেক্ষণ করেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাত ৮টা দিকে টাউন হল মাঠ পরিদর্শনের লক্ষ্যে কুমিল্লায় আসেন। কিন্তু মাঠে বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি থাকায় তিনি সামনে আসেননি। তবে দূর থেকে তিনি মাঠের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
আজ শনিবার সকাল ১০ টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ শুরু হবে। এসমাবেশে মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মঞ্চে আসবেন বলে জানিয়েছেন হাজী ইয়াছিন।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ