বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী সরকারের দুঃশাসন ও অপশাসনের বিরুদ্ধে আমরা যেহেতু যুদ্ধ শুরু করেছি, ইনশাআল্লাহ এ যুদ্ধে হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো। সারাদেশকে আন্দোলনের পাদপীঠে নিয়ে যেতে হবে। আগামীদিনের আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে সাথে নিয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে ।
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির দলীয় কর্মসূচি সফল করতে রাজধানীর সকল ওয়ার্ড কমিটি ও থানার নেতৃবৃন্দদের নিয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, আগামীকাল বিজয় দিবসের র্যালিও আমাদের আন্দোলনের একটা পার্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের উপর যে আশ্বাস ও কমিটির দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আপনাদের খুবই আস্থার সহিত কাজ করতে হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের নিঃশর্ত মুক্তি দাবি করে আমান বলেন, আমরা আর কোন উত্তর-দক্ষিণ নয়, সকল কে ঐক্যবদ্ধ ভাবে রাজপথের আন্দোলনে কাজ করতে হবে। ইনশাআল্লাহ বিজয় অতি সন্নিকটে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনের জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথে তীব্র গণআন্দোলনের মাধ্যমেই এই আওয়ামী জুলুমবাজ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ আওয়ামী সরকারের সকল অপশাসনে সারাদেশের মানুষ আজ খুব অসহায়। সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই আওয়ামী সরকারের সমুচিত জবাব দিতে রাজপথে থাকতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনস্হ ভাসানী ভবন মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি। এদিন বেলা দুইটায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হবে। এর আগে সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং সকাল ১০টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করবে দলের নেতারা। বিজয় র্যালি সফল করতে বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সকল নেতাকর্মীদের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির এ প্রস্তুতি সভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, চেয়ারম্যান আতাউর রহমান, হাজী মনির হোসেন সহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত