আওয়ামী লীগের কাউন্সিলের কারণে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৪ ডিসেম্বরের পরিবর্তে বিএনপির গণমিছিলের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন।
শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ ডিসেম্বর তাদের কাউন্সিল থাকায় আমাদের কর্মসূচি পেছানোর আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই। এজন্য ১০ দফার আলোকে পূর্ব ঘোষিত কর্মসূচি পুনঃবিন্যাস করছি।
তিনি আরও বলেন, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে আমরা ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবো না। ঢাকা বাদে সারাদেশে যে কর্মসূচি রয়েছে তা অব্যাহত থাকবে। ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখ গণমিছিল করবে বিএনপি।