নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনের নির্বাহী কমিটির সভায় পার্টির সভাপতি কে এম আবু তাহের সভাপতির বক্তবে এ দাবি জানান।
এতে মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন সোহেলের সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কে এম আবু তাহের বলেন, সভায় এনডিপি ২০ দলীয় ঐক্যজোটের সদস্য হিসেবে ভবিষ্যতে বিএনপি ঘোষিত বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক কর্মসূচিতে যুগপৎভাবে কর্মসূচি পালনের সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় যেকোন ভবিষ্যত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দলের সভাপতি কে এন আবু তাহেরকে সর্বসম্মত ক্ষমতা অর্পণ করা হয়।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদেরকে হয়রারিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা জ্ঞাপন করা হয় এবং অনতিবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়। এছাড়াও বর্তমান সরকারের দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড, পুলিশ বাহিনীর আইন ও সংবিধান বিরোধী কর্মকাণ্ড তথা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি, মিটিং মিছিলে বাধার প্রতিবাদ জানানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত