সাবেক উপমন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২৪ ডিসেম্বর থেকেই ভোট চোর অবৈধ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সকল বিরোধীদল ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবে। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শনিবার (১৭ ডিসেম্বর) বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দেশে বিএনপির বিভাগীয় গণ সমাবেশে জনসমুদ্র দেখে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা শুরু করেছে। মধ্যরাতে ব্যালট পেপার কেটে বাক্স ভর্তি করা এই অবৈধ সরকারকে আর কোন সময় দেয়া হবে না। ২৪ ডিসেম্বর থেকেই ভোট চোর অবৈধ স্বৈরাচারী সরকারের পতনের জন্য সকল বিরোধীদল ঐক্যবন্ধ হয়ে মাঠে নামবে, আন্দোলন শুরু করবে।
দুলু আরও বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নেতাকর্মী সমর্থকদের আর ঘরে বসে থাকলে চলবে না। সরকার পতনের এই আন্দোলনে সকলকেই ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অফিস কক্ষসহ সব কিছু তসনস ও ভাংচুর করার পাশাপাশি কেন্দ্রীয় নেতাসহ কয়েকশত নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে সরকার বিএনপিকে থামিয়ে দিতে চেয়েছিল। সরকারের এই নীল নক্সা বাস্তবায়ন হতে দেয়া হবে না।
দুলু মনে করেন, জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নেতাকর্মী সমর্থকদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই ভোটচোর সরকারকে বিদায় করতে হবে। এই সরকার দেশের ব্যাংক বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে ধংস্ব করে ফেলেছে। দেশকে দেউলিয়া বানানোর সব প্রস্তুতি সরকার শেষ করেছে। এদের এখনই বিদায় করতে না পারলে বাংলাদেশ শ্রীংলকার চাইতে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে।
নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ