আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, সামরিক আইন ভঙ্গ করে রাষ্ট্রপতি হয়ে জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করেছিলেন। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারেক রহমান স্বাধীনতা বিরোধীদের সুরক্ষা দিয়েছে। এই দলটি টিকে আছে মিথ্যাচার আর ষড়ষন্ত্রের উপর।
শনিবার বিকালে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার উদ্যোগে বিজয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএম কামাল হোসেন বলেন, বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে। যতদিন এসব শক্তি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সক্রিয় থাকবে, ততদিন এই দেশের সমস্যার সৃষ্টি হবে, ষড়যন্ত্র হবে। উন্নয়ন বাধাগ্রস্ত হবে। জাতিকে শপথ নিতে হবে একাত্তর সালে যেভাবে পাকিস্তানিদের দোসরদের পরাজিত করে বিজয়ের পতাকা উড়িয়েছিলাম, ঠিক তেমনিভাবে পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াতকে নিশ্চিহ্ন করে বিজয় পতাকা উড়িয়ে যাব।
তিনি বলেন, ২০২১ সালে ভিশন-২১ এর সফল বাস্তবায়নের পর এখন ২০৪১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ "স্মার্ট বাংলাদেশ"-গড়ার লক্ষে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিন।
বিকালে শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এই বিজয় সমাবেশে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক ভ্রাতুষ্পুত্র ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল।
বিশেষ বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এছাড়াও বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম প্রমুখ।
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এমপি বিএনপি-জামায়াত অপশক্তির আস্ফালন রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক জননেত্রী শেখ হাসিনার আমলে খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরেন। পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের মেগা মেগা সব প্রকল্পের কথা তুলে ধরে তিনি উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত