৮ জানুয়ারি, ২০২৩ ২৩:১৬

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন রফিকুল ইসলাম বকুল

অনলাইন ডেস্ক

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন রফিকুল ইসলাম বকুল

রফিকুল ইসলাম বকুল

দীর্ঘ ছয় বছর পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বকুল। রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রের ক্ষমতা বলে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বকুলকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন।  

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ২০০৯ সালের কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। ২০১৬ সালের কমিটিতে এই পদটি খালি ছিল। দীর্ঘ ৬ বছর পর দল সময়োপযোগী একটি পদক্ষেপ নিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর