দীর্ঘ ছয় বছর পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বকুল। রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রের ক্ষমতা বলে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বকুলকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ২০০৯ সালের কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। ২০১৬ সালের কমিটিতে এই পদটি খালি ছিল। দীর্ঘ ৬ বছর পর দল সময়োপযোগী একটি পদক্ষেপ নিলেন।
বিডি-প্রতিদিন/শফিক