৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:১১

ফারদিন হত্যা : বুশরাকে অব্যাহতি দিতে ডিবি’র আবেদন

আদালত প্রতিবেদক

ফারদিন হত্যা : বুশরাকে অব্যাহতি দিতে ডিবি’র আবেদন

ফারদিন নূর পরশ (ইনসেট) ও পুলিশ হেফাজতে আমাতুল্লাহ বুশরা (ফাইল ছবি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার ঢাকার সিএমএম আদালতে এ আবেদন করেন। আগামী ১৪ ফেব্রুয়ারি মালাটির ধার্য তারিখে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

গত ১০ নভেম্বর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পায় পুলিশ। পরে গত ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বুশরাকে জামিন দেন। 

ফারদিনের বাবা নূর উদ্দিন রানা একটি বিজনেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক। ফারদিনের মা ফারহানা ইয়াসমিন গৃহিণী। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটিতে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর