৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১৯

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল : আইজিপি

কুমিল্লা প্রতিনিধি

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল : আইজিপি

হলি আর্টিজানের ঘটনার পর আর জঙ্গির কোনো ঘটনা ঘটেনি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ পুলিশ কুমিল্লার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও মিডিয়া ব্যাপক ভূমিকা রাখছে। কুমিল্লা থেকে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে তাদের আমরাই ট্রেস করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন দায়িত্ব পালন করতে গিয়ে কোন পরিস্থিতি কীভাবে রপ্ত করতে হয়, সেটা সম্পর্কে ধারণা লাভ করেছি। আগামী দিনের কর্মসূচিগুলো কীভাবে মোকাবিলা করতে হবে তা আমরা জানি। 

কুমিল্লার বিষয়ে তিনি বলেন, চাকরির সুবাদে কুমিল্লা পুলিশ লাইনসে ছয় মাস থেকেছি। দাউদকান্দিতে চাকরি করেছি। কুমিল্লার প্রতি ভালোবাসা অনেক পুরোনো। বহুদিন পর আজ আবার কুমিল্লায় আসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর