৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১৯

বাংলাদেশ থেকে খাদ্য ও ওষুধ সহায়তা চাইল বিধ্বস্ত তুরস্ক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে খাদ্য ও ওষুধ সহায়তা চাইল বিধ্বস্ত তুরস্ক

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বাংলাদেশের কাছে এই মুহূর্তে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধসামগ্রী চেয়েছেন। তবে দেশটি নগদ কোনো অর্থ সহায়তা নেবে না বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষিতে দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন অবিস্মরণীয়। শীতবস্ত্র, ওষুধসহ নানা জিনিস দরকার। এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। ভূমিকম্পে ৬ হাজার ভবন ভেঙে পড়েছে।

তিনি জানান, ‘ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩ ৯০ জন লোক মারা গেছেন। ৬২ হাজার আহত হয়েছেন। ৬ হাজার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এক ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চাই আমরা।’ উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় ভোরে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বহু লোক হতাহত হয়েছেন। এখনও উদ্ধার অভিযান চলছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর