প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ সফরে থাকা ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন সৌরভ। এসময় সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বিসিবি সূত্রে জানা যায়, শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল এটি।
এর আগে, বৃহস্পতিবার বিকালে ঢাকা পৌঁছান সৌরভ। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন। সৌরভকে এই মেয়র কাপের শুভেচ্ছাদূত করা হয়েছে।বিডি-প্রতিদিন/শফিক