জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় নির্মিত হচ্ছে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপাশেই একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট নির্মাণের জন্য গৃহীত প্রকল্পের আওতায় নতুন করে আরো পাঁচ একর জমি অধিগ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য প্রকল্প সংলগ্ন জমিগুলো ফ্যাশন ইনস্টিটিউটের বাউন্ডারির আওতায় আনার জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এমপিদের নির্বাচনী এলাকায় একটি করে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবারো সুপারিশ করা হয়।
সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মির্জা আজম। কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এবং আব্দুল মমিন মন্ডল বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে গত চার বছরে গৃহীত প্রকল্পের সংখ্যা, প্রকল্পগুলো কবে নাগাদ একনেকে অনুমোদন লাভ করে, প্রকল্পসমূহের বর্তমান অগ্রগতি, প্রকল্প ওয়ারী সর্বশেষ বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। কমিটি জামালপুর জেলার মেলান্দহে বাস্তবায়নাধীন শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পটি মন্ত্রণালয়ের সরেজমিনে পরিদর্শন ও তদারকি করে আগামী জুন মাসের মধ্যে শেষ করতে সুপারিশ করে।বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত