স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি বর্তমান জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। আমিনুল ইসলাম খান ২০২২ সালের ৩০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে যোগদান করেন। আগামী ৩১ মার্চ তিনি অবসরে যাবেন। এরপর তার স্থলে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান যোগদান করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত