২৯ মার্চ, ২০২৩ ২০:১৫

সংবিধানের দোহাই দিয়ে আর রেহাই পাবেন না : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের দোহাই দিয়ে আর রেহাই পাবেন না : আমীর খসরু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবকিছু কেড়ে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে আর পার পাওয়া যাবে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে আপনারা এবার আর রেহাই পাবেন না। নির্বাচনের আগেই হোক- আর পরেই হোক সংবিধান সংশোধন করতে হবে। কারণ আগে জাতীয় সংসদ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এর কোনো বিকল্প নেই। 

আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর এক ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

আমির খসরু চৌধুরী বলেন, আগামী দিনে বাংলাদেশে পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ পরিবর্তন আসতেই হবে। অন্যথায় বাংলাদেশ এক গভীর অন্ধকারে পতিত হবে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর