বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রবিবার সকাল থেকে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন।
তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও, এখনো পর্যন্ত তারা আশ্রয়কেন্দ্রে যাননি। তাদের জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে।
এদিকে উপকূলের লোকজনকে সতর্ক করতে প্রশাসন এবং রেডক্রিসেন্টের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি। উপকূলীয় বাসিন্দারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ দেখা দিলেই, তারা আশ্রয়কেন্দ্র অবস্থান নেবেন।
এছাড়া নদীর চরে বসবাস করা বাসিন্দাদের মধ্যে অনেকে এখনো নিরাপদ আশ্রয়ে আসেনি। নিজেদের গবাদিপশু এবং ঘরবাড়ি রেখে কোথাও যেতে চাচ্ছেন না তারা।
বিডি প্রতিদিন/এমআই