জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই ছাত্রদের পড়ালেখার পাশাপাশি সুস্থধারার রাজনীতি করতে হবে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে বেকার সমস্যার সমাধান করা হবে। আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রথম ছাত্রদের জন্য পার্টটাইম কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন ইউনিটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেরীফা কাদের বলেন, ছাত্রদের আরও মানবিক হতে হবে, তাদের পাশের যারা টাকা অভাবে পড়তে পারে না তাদের যেন শিক্ষিত করার চেষ্টা করে জাতীয় ছাত্র সমাজ।
অনুষ্ঠানে জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন বলেন, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে হবে জাতীয় ছাত্র সমাজকে। আগামী দিনে যে মেধাশূন্য রাজনীতির সংকট আসছে তা থেকে উত্তরণে মেধাবীদের এগিয়ে আসতে হবে। জি এম কাদের এমপির নেতৃত্বে আগামী দিনে এদেশকে এগিয়ে নিতে জাতীয় ছাত্র সমাজের বিকল্প নেই।
জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিলসহ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভাশেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পূর্বের কমিটি বিলুপ্ত করে জুবায়ের পাটোয়ারীকে আহ্ববায়ক ও মাহমুদুর রহমান পাভেলকে সদস্য সচিব ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত