বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার পর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
আজ সোমবার কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
ওই বক্তব্যের ১৪ দিনের মাথায় এই দুঃখ প্রকাশ করলেন তিনি। তবে অভিযোগের তীর গণমাধ্যমের প্রতি নির্দেশ করে সিইসি বলেন, ‘তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। এ ঘটনায় নির্বাচনের দিনই সিইসি বলেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন’। তার এই বক্তব্য নিয়ে শুরু হয় সমালোচনা। দলটির পক্ষ থেকে সিইসির পদত্যাগ দাবি করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ