কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ডিজি বাদল চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।
বাদল চন্দ্র বিশ্বাস বিসিএস (কৃষি) ৯ম ব্যাচের কর্মকর্তা। গত ২৮ আগস্ট অবসরে যান এই কৃষিবিদ।
বাদল চন্দ্র বিশ্বাসের চুক্তি ভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বাদল চন্দ্র বিশ্বাসকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো। তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে তার সর্বশেষ আহরিত সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বাথ্যে এ আদেশ জারি করা হলো।’গত ৩০ আগস্ট ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারিকে মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেয়া হয়। গত ১০ সেপ্টেম্বর ১০ম ব্যাচের এই কর্মকর্তাকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত