২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৪

নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করবে বিএনপি

অনলাইন ডেস্ক

নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করবে বিএনপি

ফাইল ছবি

একদফা দাবিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের নয়াবাজারে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। তবে অনিবার্য কারণে নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিষয়টি অবহিত করে এবং ধোলাইখালে সমাবেশের অনুমতি চেয়ে শনিবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পাঁচটি রোডমার্চসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর