১৪ অক্টোবর, ২০২৩ ১১:১৩

কাওলায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

কাওলায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

রাজধানীর কাওলা মাঠে আজ আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সবধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। 

এই জনসভা হওয়ার কথা ছিলো গত শনিবার। কিন্তু অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে তা স্থগিত করা হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর