১৮ অক্টোবর, ২০২৩ ১৬:১৪

শুধু আমরা কেন, পুরো দেশবাসী বড় দলগুলোর সমঝোতা চায় : ইসি আনিছুর

অনলাইন ডেস্ক

শুধু আমরা কেন, পুরো দেশবাসী বড় দলগুলোর সমঝোতা চায় : ইসি আনিছুর

ফাইল ছবি

ভোটের পরিবেশ ও বড় দু'টি দলের সমঝোতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, শুধু আমরা কেন, পুরো দেশবাসী সমঝোতা চায়। দেশের মানুষ আশঙ্কার মধ্যে থাকতে চায় না। আমরাও আশা করি একটা রাজনৈতিক সমঝোতা হবে। যা দেশ ও জাতির জন্য ভালো হবে।

বুধবার নির্বাচন কমিশন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি মো. আনিছুর রহমান বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় একটি ভালো পরিস্থিতি হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ আমাদের একার কিছু করার থাকবে না। ভোটার উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে পরিস্থিতি এক রকম হবে, না হলে অন্যরকম হবে।

তিনি বলেন, পরিস্থিতি কখন কী হবে এখন তো বলতে পারছি না। পরিস্থিতি ভালো থাকলেই ভালো। আমরা চাই দেশ ও জাতির কথা চিন্তা করে দলগুলো একটা সমঝোতার প্রক্রিয়ায় যাক। আমরা পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর