কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান।
ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন : ১. বিভাগীয় পরিবহন কর্মকর্তা, ঢাকা।২. বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকমেটিভ। ৩. বিভাগীয় প্রকৌশলী -১ ঢাকা । ৪. বিভাগীয় সিগনাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী ঢাকা।
চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন : ১. মো. শহিদুল ইসলাম, সিওপিএস। ২. মোহাম্মদ জাকির হোসেন, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৩. আরমান হোসেন, চিফ ইঞ্জিনিয়ার। ৪. তুষার, সিএসপি৫. আহাদ আলী সরকার, চিফ মেডিকেল অফিসার।
কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ