প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় সংসদে নতুন একটি বিল পাস হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সংসদে ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল–২০২৩’ পাস হয়। বিলটি পাসের জন্য সংসদে তোলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদ। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, এই আইনের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করা হবে। বিলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, নির্ধারিত পদ্ধতিতে প্রতিবন্ধী ব্যক্তিকে অনুদান ও ঋণ দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ ফাউন্ডেশনের কার্যাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল