প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ন্যায় নিজের জীবনের চেয়েও দেশের মানুষকে বেশী ভালোবাসেন উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন অক্ষরে অক্ষরে পালন করেন।
শুক্রবার ঢাকা-১৪ আসনের বোটানিক্যাল গার্ডেন গুড মর্নিং এসোসিয়েশন ও গ্রীন ক্লাব কমিউনিটির উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন মাইনুল হোসেন খান নিখিল।
উত্তরবঙ্গে এক সফরের স্মৃতিচারণের কথা উল্লেখ করে নিখিল বলেন, আমি প্রত্যক্ষভাবে দেখেছিলাম এবং শুনেছিলাম দীপ্ত কণ্ঠে মঙ্গা পিঁড়িত এলাকার ওই অনুষ্ঠানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনার ঘোষণা, ‘আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি বাংলাদেশে কোন মঙ্গা থাকবে না। একজন মানুষ না খেয়ে মরবে না, প্রত্যেকটি মানুষের ঘর থাকবে, স্বাস্থ্য-শিক্ষা-বস্ত্র-খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ থাকবে।’
ঠিকই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা হতদরিদ্র মানুষদের অনুষ্ঠানে দেওয়া তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছেন বলে উল্লেখ করে যুবলীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনা যা প্রতিশ্রুতি দেন তাহা অক্ষরে অক্ষরে পালন করেন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই তিনি স্মার্ট বাংলাদেশ তৈরি করবেন।
শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আয়োজিত উঠান বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান যুবলীগ সাধারণ সম্পাদক।
বোটানিক্যাল গার্ডেন গুড মর্নিং এসোসিয়েশন, গ্রীন ক্লাব, পদ্ম পুকুর , ইয়েগো সকাল-সাথি কমিউনিটির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতির বক্তব্য রাখেন গুড মর্নিং এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোফরান গাজী।
এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল বাহার, ওস্তাদ আলমগীর সরকার, নাজমুন নাহার জুঁই, শারমিন সুলতানা। দোয়া ও মোনাজাত করেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মো. আশিকুর রহমান।
বিডি-প্রতিদিন/বাজিত