রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। এরই মধ্যে সমাবেশস্থলে ঢল নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।
সরেজমিনে দেখা গেছে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢলে উত্তাল হলেও বায়তুল মোকাররম উত্তর গেইট একেবারেই নীরব। সেখানে কড়া নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে পুরো এলাকার সকল দোকানপাট বন্ধ রয়েছে।বিডি-প্রতিদিন/শফিক